Tuesday, April 7, 2020

Na Hanyate by Maitreyee Devi - PDF Bangla (Most Popular Series - 180)

Na Hanyate by Maitreyee Devi - PDF Bangla (Most Popular Series - 180)

Book Name: Na Hanyate by Maitreyee Devi- PDF Download 
বাংলা আত্মজীবনীমূলক উপন্যাস : ন হন্যতে - মৈত্রেয়ী দেবী (সর্বাধিক জনপ্রিয় সিরিজ # ১৮০)  - পড়ুন  
Book Category : Bangla Autobiography
Book Writer: Maitreyee Devi
Book Format:  Portable Document Format - PDF File
Book Language: Bengali
Book Info: 35 Megabytes and 188 Pages
Book Courtesy: Amar Boi & All Bangla Boi

Book Review:

ন হন্যতে মৈত্রেয়ী দেবী লিখিত ১৯৭৪ সালে প্রকাশিত একটি আত্মজীবনীমূলক উপন্যাস। এটির জন্য লেখিকা ১৯৭৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। রোমানীয় দার্শনিক মিরচা এলিয়েড লিখিত তাদের সম্পর্ক ভিত্তিক উপন্যাস লা নুই বেঙ্গলীর প্রতিক্রিয়া স্বরূপ এই উপন্যাসে মৈত্রেয়ী দেবী নিজের বিবৃতি তুলে ধরেছেন।এটি ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে লেখা হয়। 

১৯৩০ সালে কলকাতায় মৈত্রেয়ী দেবীর বাবা, প্রফেসর সুরেন্দ্রনাথ দাশগুপ্তর কাছে পড়তে আসেন রোমানিয় মিরচা এলিয়েড। মৈত্রেয়ী দেবীর তখন ১৬ বছর বয়স। মেয়ের বুদ্ধিমত্তায় গর্বিত মৈত্রেয়ী দেবীর বাবা ওনাকে সেই সময় অপেক্ষা সংস্কারমুক্ত শিক্ষার পরিবেশে বড় করেছিলেন। নিজের প্রিয় ছাত্র মিরচা এলিয়েডের সাথে মেয়েকে অধ্যয়ন করতেও উৎসাহিত করেন উনি। মৈত্রেয়ী দেবীর কথায় উনি এবং মিরচা এলিয়েড ছিলেন যেন ওনার বাবার যাদুঘরের দুই প্রিয় নমুনা। এরই মধ্যে মিরচা এবং মৈত্রেয়ী একে অন্যের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তাদের গুপ্ত ভালবাসা সম্পর্কে অবহিত হবার পর মৈত্রেয়ী দেবীর বাবা মিরচাকে তাঁদের বাড়ী ছেড়ে চলে যেতে বলেন।

তাদের সম্পর্কের ওপর ভিত্তি করে রোমানিয়নে লেখা মিরচার উপন্যাস মৈত্রেয়ী প্রকাশিত হয় ১৯৩৩ সালে। ১৯৫০ সালে লা নুই বেঙ্গলী নামে ফরাসি ভাষায় অনুদিত হওয়ার অব্যবহিত পড় বইটি চূড়ান্ত সাফল্য অর্জন করে। ১৯৩৮-৩৯ সালে প্রফেসর দাশগুপ্ত ইউরোপ সফরে গিয়ে বইটি সম্পর্কে জানতে পারেন ও দেশে ফিরে মেয়েকে জানান। ১৯৫৩ সালে ইউরোপ সফরকালীন মৈত্রেয়ী দেবীর নাম শুনে কিছু রোমানিয় জানান তারা ওনার সম্বন্ধে বই পড়েছেন। কিন্তু তখনও বইয়ের বিষয়বস্তু নিয়ে তাঁর কোনো ধারণা ছিলনা। ১৯৭২ সালে এলিয়েডের ঘনিষ্ঠ বন্ধু সেরগুই কলকাতায় থাকাকালীন তার কাছ থেকে মৈত্রেয়ী দেবী জানতে পারেন বইতে মিরচা তাঁদের শারীরিক সম্পর্ক নিয়ে লিখেছেন। এক বন্ধুর সাহায্যে ফরাসি থেকে অনুবাদ করিয়ে উনি বইটি পড়েন ও গভীরভাবে মর্মাহত হন।[৪] ন হন্যতে লেখার মাধ্যমে মৈত্রেয়ী দেবী মিরচা এলিয়েডের কল্পনাপ্রসূত লেখার বিরোধিতা করে জীবনের ওই অধ্যায় সম্বন্ধে নিজের বক্তব্য তুলে ধরেছেন।

১৯৭৩ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মৈত্রেয়ী দেবীকে আমন্ত্রণ জানানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলবার জন্য। উনি এই সময় না জানিয়ে মিরচা এলিয়েডের, যিনি তখন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, দপ্তরে হাজির হন। যে দুই মাস মৈত্রেয়ী দেবী ওখানে ছিলেন, তার মধ্যে দুজনের একাধিকবার দেখা হয়। বইতে মিরচা তাদের শারীরিক সম্পর্ক নিয়ে যে মিথ্যাচারণ করেছেন তার কারণ জানতে চান উনি। মিরচা কথা দেন মৈত্রেয়ী দেবীর জীবিতকালে তাঁর বইয়ের ইংরাজি অনুবাদ প্রকাশিত হবে না। ১৯৯০ সালে তাঁর মৃত্যুর চার বছর বাদে, ১৯৯৪ সালে লা নুই বেঙ্গলী বেঙ্গল নাইটস নামে ইংরাজিতে প্রকাশিত হয় ইউনিভারসিটি ওফ শিকাগো প্রেস থেকে।

Na Hanyate by Maitreyee Devi is a popular bengali Book which is written by Maitreyee Devi and another popular novel of the author. Na Hanyate, or It Does Not Die, is a novel written in 1974 by Maitreyi Devi, an Indian poet and novelist who was the protegée of the great Bengali poet Rabindranath Tagore. The writer received Sahitya Akademi Award for this novel in 1976. She wrote the novel in response to Romanian philosopher Mircea Eliade's book La Nuit Bengali (titled Bengal Nights in English), which related a fictionalized account of their romance during Eliade's visit to India. Most popular books of Maitreyee Devi are Udito, Chittochaya, Eto Rokto Keno, Hironmoy Pakhi, Ochena Chin, Mohasoviyet, Chine o Japane  etc. Download Maitreyee Devi Bangla Books, Novel, Stories, Autobiography, Articles in pdf and Read Na Hanyate by Maitreyee Devi - Free Download Maitreyee Devi Popular Bangla Books PDF - মৈত্রেয়ী দেবী এর জনপ্রিয় উপন্যাস, বই, বাংলা বই, বহুল পঠিত বাংলা উপন্যাস, প্রেমের উপুন্যাস, গল্প ডাউনলোড করুন ও পড়ুন। 

Remarks:
Download Bangla books, Free Magazine, Bangla Onubad Boi, books  in pdf format or Read online. All links are external and sometimes may not work properly.  To send new book request write on comment field. Please report if you found spam, adult content or copyright violation. For any kinds of Problem write in comment field. 

0 Comments: